Sylhet Today 24 PRINT

ছয় বছর পর জিম্মিকে ছেড়ে দিল আল-কায়েদা

ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ২৬ জুন, ২০১৭

আল-কায়দার হাতে আটক সুইডিশ নাগরিক জোহান গুস্টাফস্সনকে (৪২) ছয় বছর পর ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রণালয়।

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রম এক বিবৃতিতে বলেন, গুস্টাফস্সনকে আফ্রিকা থেকে সুইডেনে নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, এটা ঘোষণা করতে খুবই আনন্দিত লাগছে যে গুস্টাফস্সনকে মুক্তি দেয়া হয়েছে। তাকে ফিরিয়ে আনা হয়েছে।

আল-কায়েদা জঙ্গিরা গুস্টাফস্সনকে উত্তর মালির টিমবকটু শহর থেকে ২০১১ সালের নভেম্বর মাসে আটক করে। সেময় তার সঙ্গে ছিল দক্ষিণ আফ্রিকান স্টিফেন ম্যাকগোয়ান ও ডাচ সজ্যাক রিজকে। সুত্র : বিবিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.