Sylhet Today 24 PRINT

দার্জিলিংয়ে বনধ তুলে নেয়ার আভাস মোর্চা নেতার

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৭

টানা ২১দিন ধরে চলছে দার্জিলিংয়ে বনধ। এর মধ্যেই দেখা দিয়েছে চাল-ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তীব্র সংকট। এমন পরিস্থিতিতে বনধ তুলে নেয়ার আভাস দিলেন মোর্চা নেতা বিমল গুরুঙ্গ।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে গুরুঙ্গ জানান, ‘আমরা তো টানা বন্‌ধ চালিয়ে যেতে চাই। কিন্তু, আমাদের সঙ্গে পাহাড়ে যে সব দল রয়েছে, তারা কি বলে, সেটাও ভাবতে হবে। ৬ জুলাই সর্বদল বৈঠকে আলোচনার পরেই সব স্পষ্ট হবে।’

মোর্চা যে অনির্দিষ্টকালের বনধ তুলে নেওয়ার জন্য ঘরে-বাইরে চাপের মধ্যে রয়েছে গুরুঙ্গের কথায় সেটা স্পষ্ট। একে তো পাহাড়ের ভাঁড়ার ক্রমেই খালি হচ্ছে। অন্য দিকে, জিএনএলএফ ও হড়কা বাহাদুরের দল ক্রমাগত বন্‌ধ তুলতে চাপ দিচ্ছে। একই সঙ্গে তিনি জানান, শর্তসাপেক্ষে আলোচনাতেও তারা রাজি।

গুরুঙ্গ বলেন, ‘দিল্লি যাওয়ার বার্তা পেয়েছি। সব খোলসা করে বলছি না। তবে আমাকে আলোচনার জন্য ডাকা হলেও কি নিয়ে আলোচনা হবে, সেটা বলা হয়নি। তাই আপাতত যাব না। কারণ, একমাত্র গোর্খাল্যান্ডের দাবির ব্যাপারে কথা হবে বললেই আমি যাব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.