Sylhet Today 24 PRINT

টুইটারে মালালা, মুহূর্তে লাখ লাখ অনুসারী

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৭

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী ও সবচেয়ে কম বয়সী নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই সম্প্রতি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে যোগ দিয়েছেন। এরপরপরই টুইটার ব্যবহারকারীরা হামলে পড়েন। মুহূর্তে লাখ লাখ অনুসারী অনুসরণ করতে শুরু করেছেন তার একাউন্টকে।

প্রথম ৩০ মিনিটেই মালালার অনুসারী এক লাখে পৌঁছায় যা, ১৮ ঘণ্টায় ৪ লাখ ১৫ হাজার ছাড়িয়ে গেছে। এসব অনুসারীদের অনেকেই মালালাকে ফিরতি বার্তায় স্বাগত জানিয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) রাত আটটায় যোগ দিয়ে তিনি প্রথম টুইট করেন, ‘হাই, টুইটার’। এর দুই মিনিট বাদে মালালা লেখেন, ‘আজ আমার স্কুলজীবনের শেষ দিন, আর টুইটারে আমার প্রথম দিন।’

১৯ বছর বয়সী মালালা বর্তমানে বিশ্বের সব মেয়েশিশুর স্কুলে যাওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারে মনোযোগ আকর্ষণে গুরুত্ব দিচ্ছেন।

টুইটার বার্তায় তিনি বলেন, ‘প্রতিটি মেয়ের জীবনের গল্প আলাদা। নারীদের সোচ্চার হতে হবে- আর এটাই হতে পারে সর্বজনীন শিক্ষা ও সমতা প্রতিষ্ঠার যুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র।’

তালেবানের বাধা উপেক্ষা করে নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে মালালাকে পাকিস্তানে গুলি করে জঙ্গিরা। তবে প্রাণে বেঁচে যান তখনকার ১৫ বছরের কিশোরী মালালা।

এরপর তার চিকিৎসা হয় যুক্তরাজ্যে। আর এখানেই বর্তমানে পড়াশোনা করছেন তিনি। পেরুলেন স্কুলের গণ্ডি। অবশ্য তিনি চলতি বছরের মার্চে দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার শর্ত অর্জন করেন। মালালা মাত্র ১১ বছর বয়সে নারীশিক্ষা নিয়ে ব্লগ লিখে পাকিস্তানে সাড়া ফেলেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.