Sylhet Today 24 PRINT

কেনিয়ায় ৯ জনের শিরশ্ছেদ করেছে আল-শাবাব

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০১৭

কেনিয়ার উপকূলীয় জেলা লামুর এক গ্রামে সন্ত্রাসী সংগঠন আল-শাবাবের অভিযানে ৯ জনের শিরশ্ছেদ করা হয়েছে।

পুলিশ বলছে, কাছের এক গ্রামে ওই সশস্ত্র গোষ্ঠীর হাতে তিন পুলিশ সদস্য মারা যাওয়ার কয়েকদিন পর শিরশ্ছেদের এই ঘটনা ঘটল।

একজন প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, লামু জেলার জিমা ও পানদানগু গ্রামে অভিযান চালিয়ে নয়জনের শিরশ্ছেদ করে সশস্ত্রগোষ্ঠী আল-শাবাবের সদস্যরা।

দ্য গার্ডিয়ান জানায়, শিরশ্ছেদের ঘটনা কেনিয়ায় বিরল। সোমালিয়াভিত্তিক এ জঙ্গি সংগঠনটি সে দেশটিতে কোণঠাসা হয়ে পড়েছে। তাই তারা আফ্রিকার বিভিন্ন দেশে তাদের প্রভাব বিস্তারের চেষ্টায় এসব হামলা চালাচ্ছে।

এ ঘটনার পর শনিবার দিন শেষে তিন জেলায় কারফিউ ঘোষণা করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে এ ঘটনাকে অপ্রত্যাশিত বলেছেন দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা।

২০০৬ সালে সোমালিয়ার বিলুপ্ত ‘ইউনিয়ন অব ইসলামিক কোর্টস’র চরমপন্থি যুব সংগঠন হিসেবে আল-শাবাব যাত্রা শুরু করে।

সৌদি অনুপ্রাণিত ইসলামের ওহাবি সংস্করণে সংগঠনটি তাদের নিয়ন্ত্রিত এলাকায় কঠোর শরিয়া আইন চালু করে। আন্তর্জাতিক জিহাদের অংশ হিসেবে তারা আল কায়দার সঙ্গে হাত মিলিয়ে সোমালিয়াসহ আশপাশের অঞ্চলে ইসলামী আইন বাস্তবায়ন করতে চায়।

২০০৮ সালে আমেরিকা আল-শাবাবকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.