Sylhet Today 24 PRINT

ইন্দোনেশিয়াতেও হিজবুত তাহরির নিষিদ্ধ ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০১৭

এবার ইসলামি গোষ্ঠী হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়ার সরকার।

বুধবার দেশটির রাষ্ট্রীয় মতাদর্শ 'পঞ্চশীলা' এবং প্রজাতন্ত্রের একক রাষ্ট্র নীতির বিরোধিতার অভিযোগে হিজবুত তাহরির ইন্দোনেশিয়ার (এইচটিআই) সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

শুধু ইন্দোনেশিয়াই নয়, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আরও ১৪টি দেশে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়েছে।

সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধের এ ঘোষণার পর এইচটিআই মুখপাত্র ইসমাইল ইউসান্তো দ্য জাকার্তা পোস্টকে বলেন, সংগঠনটিকে এর জন্য কোন সতর্কবার্তাও দেয়া হয়নি। সরকার আইন লঙ্ঘন করেছে বলে তিনি জানান, আমরা এর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যাব। এছাড়া, সরকারের এমন সিদ্ধান্তকে স্বেচ্ছাচারিতা বলেও উল্লেখ করেছে এইচটিআই।

তবে এ ব্যাপারে দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এইচটিআই সাংগঠনিক নিয়ম অনুযায়ী পঞ্চশীলার মূল্যবোধ গ্রহণ করলেও, দলটি খিলাফত প্রতিষ্ঠার কথা বলে আসছে, যা পঞ্চাশীলার সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন মতাদর্শকে প্রতিফলিত করে।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে শতাধিক এইচটিআই সমর্থক কর্মী বিক্ষোভ প্রদর্শনে সরকারি নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। তবে, সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে রাজনৈতিক সংগঠনগুলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.