Sylhet Today 24 PRINT

নওয়াজের জায়গা নেবেন ভাই শাহবাজ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৭

সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য ঘোষিত হবার পর পদত্যাগ করা নওয়াজ শরীফের  জায়গা পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন তাঁর ভাই শাহবাজ শরীফ।

ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ এই সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী না থাকলেও নওয়াজ শরীফের দলই সেদেশে সংসদে এখন সংখ্যাগরিষ্ঠ। তাই দল মনোনীত প্রার্থীই হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।

শাহবাজ শরীফ ২০১৩ সাল থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পুরোদস্তুর ব্যবসায়ী শাহবাজ ১৯৮৮ সালে পাঞ্জাব প্রাদেশিক সভার সদস্য নির্বাচিত হয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। নওয়াজের আগের শাসনামলে ১৯৯৭ সালে শাহবাজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান।

১৯৯৯ সালে পারভেজ মোশাররফের নেতৃত্বে সামরিক শাসন জারি হলে তিনি সৌদি আরবে আশ্রয় নেন। পরে ২০০৭ সালে তিনি আবার দেশে ফিরে আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.