Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে জঙ্গি হামলায় ৫০ বেসামরিক নাগরিক নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৭

আফগানিস্তানের উত্তরাঞ্চলের সার-ই পুল প্রদেশে জঙ্গিদের নির্মম হামলায় অন্তত ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

দ্য গার্ডিয়ান জানায়, রোববারের ওই হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। শায়াদ জেলার পুলিশের একটি তল্লাশিকেন্দ্র হামলার মূল লক্ষ্য ছিল। সেখানে ৭ পুলিশকে হত্যা করা হয়। পরে পাশের মির্জাওয়ালাং গ্রামে ঢুকে নির্বিচারে হাজরা শিয়া সম্প্রদায়ের গোত্রের মানুষজনকে গুলি করে হত্যা করে জঙ্গিরা।

সার-ই পুল প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জাবিহুল্লাহ জানান, নিরীহ গ্রামবাসীকে খুবই নিষ্ঠুর ও অমানবিকভাবে হত্যা করা হয়েছে।

এখনও হামলার দায় কেউ স্বীকার না করলেও, তালেবান এবং ইসলামিক স্টেট (আইএস) উভয় গোষ্ঠীকেই দায়ী করছে আফগান সরকার। যদিও তালেবান এর দায় নিতে নারাজ। এটি তাদের বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করেছে সংগঠনটি।

সরকারের বড় এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে আফগান সেনা ও বিমানবাহিনীর কয়েকটি ফোর্স পাঠানো হয়েছে। এ ধরনের হামলাকে মানবতাবিরোধী উল্লেখ করে নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

জাতিসংঘের মতে, চলতি বছর এ ধরনের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৬৬২ আফগান নাগরিক। আর আহত হয়েছেন ৩ হাজার ৫৮১ জন। প্রায়ই সুন্নি মুসলিম চরমপন্থিদের সাম্প্রদায়িক সহিংসতার লক্ষ্যবস্তু হন পাকিস্তান ও আফগানিস্তানে হাজেরা শিয়া মুসলিম সম্প্রদায়ের লোকজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.