Sylhet Today 24 PRINT

ইসরায়েলে আশ্রয় নিলেন ইরানি ব্লগার

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৭

ইসরায়েলের একটি সংবাদভিত্তিক ওয়েবসাইটে ব্লগিংয়ে জড়িত একজন ইরানি নারী তুরস্ক থেকে ইসরায়েলে আশ্রয় নিয়েছেন।

নেদা আমিন নামের ৩২ বছর বয়সী ওই নারীকে তুরস্ক সরকার ইরানে ফেরত পাঠাতে পারেন এমন আশঙ্কায় তিনি ইসরায়েলে পালিয়ে যান।

বৃহস্পতিবার নেদা ইসরায়েলে পৌঁছান বলে জানিয়েছে দি টাইমস অব ইসরাইল। নেদা এই ওয়েবসাইটের ফার্সি সংস্করণে ব্লগিং করেন।

নেদা ২০১৪ সালে ইরান থেকে তুরস্কে পাড়ি জমান। তবে সেখানে তিনি অবৈধভাবে বসবাস করায় ইরানে ফেরত পাঠানোর ঝুঁকিতে ছিলেন।

টাইমস অব ইসরায়েল জানায়, তারা নেদা আমিনের ঝুঁকির বিষয়টি ইসরায়েল কর্তৃপক্ষকে জানানোর পর সরকারি কর্মকর্তারা দ্রুততম সময়ে সাড়া দিয়ে তাকে ইসরায়েলে পৌঁছানোর ব্যবস্থা করে দেন।

এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে নেদা আমিনকে স্বাগত জানান ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী আরইয়েহ দেরি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.