Sylhet Today 24 PRINT

ভারতে ট্রেন লাইনচ্যুত, নিহতের সংখ্যা বেড়ে ২৩

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৭

ভারতের উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে বলা হয়েছে, শনিবার বিকেল ৫টা ৪৬ মিনিটে পুরি-হরিদুয়ার এক্সপ্রেস ট্রেনটি উত্তর প্রদেশের মোজাফফর নগরের খাটাউলি এলাকায় লাইনচ্যুত হয়। ওডিশার পুরি থেকে উত্তরাখণ্ডের হরিদুয়ারে যাচ্ছিল ট্রেনটি।

লাইনচ্যুত বগির কয়েকটি একটির ওপর আরেকটি উঠে গেছে।

ভারতীয় রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা জানিয়েছেন, ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তে কমিটি গঠন করা হয়েছে । এর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে নিহতদের জনপ্রতি পরিবারকে ৩ লাখ ৫০ হাজার রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.