Sylhet Today 24 PRINT

বার্সেলোনায় গাড়ি হামলা চালানো ইয়াকুব পুলিশি অভিযানে নিহত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২২ আগস্ট, ২০১৭

স্পেনের বার্সেলোনায় গাড়ি হামলা চালানো চালক ইউনেস আবু ইয়াকুবকে হত্যা করেছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) শহরের পশ্চিমাংশের এক গ্রামে পুলিশের অভিযান চলাকালে সে নিহত হয়।

গত ১৭ আগস্টে লাস র‍্যামব্লাসের ব্যস্ততম পর্যটন এলাকায় পথচারীদের ওপর এ গাড়ি হামলায় ১৩ জন নিহত হন। সেদিনই হামলার পর এ ঘটনার দায় স্বীকার করে  আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। এ ঘটনার পর থেকে মূলহোতা গাড়িচালক আবু ইয়াকুবকে খুঁজছিল পুলিশ।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, বার্সার সাবিরেতস পৌরসভার একটি রাস্তায় এ গুলাগুলির ঘটনা ঘটে। অভিযানের সময় আবু ইয়াকুব একটি বিস্ফোরক ভেস্ট পরিহিত ছিল বলে দাবি করেছে পুলিশ। তবে সেটি আসল কি নকল সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় পুলিশ জানায়, সাবিরেতস নিহত ব্যক্তি বার্সেলোনার হামলাকারী আবু ইয়াকুব বলে আমরা নিশ্চিত হয়েছি। ২২ বছর বয়সী আবুইয়াকুব মরক্কোর নাগরিক।

হামলার ঘটনায় কয়েকজন সহযোগীকে আটক বা হত্যা করতে সক্ষম হলেও মূল সন্দেহভাজন ও ভ্যান চালক আবু ইয়াকুবকে ধরতে পারছিল না স্পেনের আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ওই ভ্যান চালকের খোঁজে ইউরোপজুড়ে ব্যাপক তল্লাশি শুরু করে স্পেন।

অবশেষে সোমবার সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় তাকে গুলি করে হত্যা করে পুলিশ। পুলিশের অভিযানের সময় আবু ইয়াকুব ‘আল্লাহু আকবর’ ধ্বনি উচ্চারণ করেছিলেন বলেও জানা যায়।

বার্সেলোনা থেকে থেকে ৪০ কিলোমিটার দূরে সাবিরেতসে পুলিশ এ অভিযান চালায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.