Sylhet Today 24 PRINT

ধর্ষণে দোষী সাব্যস্ত ভারতের ধর্মীয় নেতা বাবা গুরমিত

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৭

ভারতের ধর্মীয় নেতা বাবা গুরমিত রাম রহিম সিং তার দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন।

সোমবার তার সাজা ঘোষণা করা হবে। ভারতের হরিয়ানা রাজ্যের পাঁচকুলার বিশেষ আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আদালতের রায় শোনার পরই কান্নায় ভেঙে পড়েন রাম রহিমের বহু সমর্থক। কেউ কেউ এই খবর শোনার পর অজ্ঞান হয়ে যান।

এদিকে শুক্রবার রায় ঘিরে রাম রহিমের প্রায় ৫০-৬০ হাজার সমর্থক আদালতের বাইরে হাজির হন। যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

এরআগে সেনা হেফাজতে রাম রহিমকে আদালতে হাজির করা হয়। প্রায় ১০০টি গাড়ির একটি বহর নিয়ে পাঁচকুলা আদালতে আসলেও দুটি গাড়িকে আদালতে চত্বরে ঢোকার অনুমতি দেওয়া হয়।

অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় রাজস্থানের শ্রী গঙ্গানগর এবং হনুমানগড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

ডেরা সাচা সৌদা সংগঠনের প্রধান বাবা গুরমিত রাম রহিম। তার বিরুদ্ধে ১৯৯৯ সালে দুই শিষ্যকে ধর্ষণের অভিযোগ উঠে। এরপর ২০০২ সালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিবিআই তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে।

মামলার রায় ঘিরে পাঞ্জাব ও হরিয়ানায় টানটান উত্তেজনা বিরাজ করছে। গত কয়েক দিন ধরে বাবা রাম রহিমের দপ্তর হরিনার সিরসায় বিভিন্ন রাজ্য থেকে তার কয়েক লাখ অনুগামী জমায়েত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.