Sylhet Today 24 PRINT

মুম্বাইয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ১৩

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৭

ভারতের শিল্পনগরী মুম্বাইয়ে ভারী বর্ষণের ফলে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ তে দাঁড়িয়েছে, গুরুতর অসুস্থ হয়েছেন আরও ১২ জন। যার ফলে আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আর এতে নিখোঁজ রয়েছে অন্ততপক্ষে ১৩ জন।

দেশটির সরকারি সূত্রে জানা গিয়েছে, ২০ কোটি জনসংখ্যার মুম্বাইয়ের বেশিরভাগ এলাকায়ই এখন ভারি বর্ষণের পানিতে তলিয়ে গেছে। শহরের তানে, দহিসার, সামতানগর, গাটকোপার, মধ্য জেট্টে, ভিক্ষরোলি এলাকাতেই এসব হতাহতের ঘটনা ঘটে।

তবে মুম্বাইয়ের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যে মহারাষ্ট্রের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপ কেটে যাবে। তখন টানা বৃষ্টি থেকে রেহাই পেতে পারে মুম্বাইবাসী।

জানা গেছে, এবছর গড়পড়তা বৃষ্টির চেয়ে ৩০ গুণ বেশি বৃষ্টি হওয়াতে মুম্বাইয়ের বেশিরভাগ এলাকা তলিয়ে যায়। স্কুল-কলেজ বন্ধ রয়েছে। বেশিরভাগ মানুষ নিজ নিজ গৃহে অবস্থান করছেন।

আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৫ সালের পর এবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। বৃষ্টিতে মঙ্গলবার দুপুরের মধ্যেই শহরের বেশিরভাগ এলাকা পানিতে ডুবে যায়। এমন অবস্থায় প্রয়োজন ছাড়া শহরবাসীকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিপর্যয় মোকাবেলায় ডাকা হয়েছে বিশেষ বাহিনীকেও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.