Sylhet Today 24 PRINT

মুম্বাইয়ে পাঁচতলা ভবন ধস, ৩টি মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৭

ছবি: এনডি টিভি

ভারতের মুম্বাই নগরীতে পাঁচতলা একটি ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনের ধংস্বস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে তিনজনের মৃতদেহ। এতে কমপক্ষে ২৫ জন নিখোঁজ রয়েছে বলে এনডি টিভি সূত্রে জানা যায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে নগরীর ভেন্দি বাজারের মাওলানা শওকত আলী রোডের ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় এ ভবন ধস হয়।

আরশীওয়ালা নামে পুরনো ও জরাজীর্ণ ভবনটিতে প্রায় দু’ডজন লোক বসবাস করছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে গেছে উদ্ধারকারী বাহিনী।

জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) ১০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গত মঙ্গলবার (২৯ আগস্ট) ভারী বর্ষণে মুম্বাইয়ের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে যাওয়ার দু’দিন পর এই ভবন ধস ঘটলো। কি কারণে এমনটি ঘটেছে তা ঠিক জানা না গেলেও স্থানীয় নগর কর্তৃপক্ষের প্রাচীন ভবনগুলোর তালিকায় এই তিনতলা ভবনটি নাম ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.