Sylhet Today 24 PRINT

আয়ারল্যান্ডে গণভোটে পাশ হলো সমকামী বিয়ের আইন

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৪ মে, ২০১৫

আয়ারল্যান্ডে সমকামী বিয়ের আইন পাশ নিয়ে এক গণভোটে ৬২ % মানুষ সমকামী বিয়ের পক্ষে রায় দিয়েছেন। ফলে আয়ারল্যান্ডই পৃথিবীর প্রথম দেশ যেখানে সমকামী বিয়ের মত একটি আইন জনগণের সরাসরি ভোটে পাশ হল। দেশব্যাপী ভোট গ্রহণ শেষে শনিবার(২৩ মে)  ফলাফল প্রকাশিত হয়।

এরফলে এখন জনগণের রায়টি আইনসিদ্ধ ভাবে প্রণীত হবে। এ বিষয়ে আইরিশ প্রধানমন্ত্রী এন্ডা কেনি বলেছেন - "সমতার জন্য ছোট একটি দেশ বিশ্বকে বিশাল একটি বার্তা দিল"
আয়ারল্যান্ডকে নিয়ে এখন পর্যন্ত ২০টি দেশে সমকামী বিয়ের আইন রয়েছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.