Sylhet Today 24 PRINT

মোদিকে প্রাণনাশের হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মে, ২০১৫

সোমবার ভারতের মথুরায় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তার আগে সোশ্যাল মিডিয়া হোয়াটস্ অ্যাপে ছড়িয়ে পড়া একটি মেসেজ নিয়ে তটস্থ সেখানকার পুলিশ প্রশাসন। সেই বার্তায় মোদির প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অনেকেই ওই মেসেজ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মথুরা জেলা পুলিশের এসএসপি রাকেশ সিংহের ফোনেও এই মেসেজটি পৌঁছেছে। সংবাদমাধ্যেমের লোকজনরাও হোয়াটস্ অ্যাপে এই মেসেজটি পেয়েছেন।

পুলিশ সূত্রে খবর, যে ব্যক্তি এই হুমকি মেসেজটি পাঠিয়েছে তাকে চিহ্নিত করেছে উত্তর প্রদেশ পুলিশ। তার নাম রামবীর। সে সেখানকার নাভলি গ্রামের বাসিন্দা। তবে তাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও তার দাদা লক্ষ্মণকে গ্রেফতার করেছে পুলিশ। রামবীরের সন্ধানে বিশেষ দল গঠন করা হয়েছে। তার দাদাকে জেরা করছে পুলিশ। রামবীরের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

জানা যায়, এর আগেও এই ধরণের হুমকিমূলক মেসেজ পাঠিয়েছিল রামবীর। এবারও সে নাম ভাঁড়িয়ে সিমকার্ড কিনে তা থেকে ওই হুমকি মেসেজটি পাঠায়।

মোদীর এই জেলা সফর ঘিরে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে পুলিশ প্রসাশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.