Sylhet Today 24 PRINT

হারিকেন ইরমায় লণ্ডভণ্ড ক্যারিবীয় দ্বীপপুঞ্জ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৭

ঘূর্ণিঝড় ইরমার কারণে ক্যারিবীয় দ্বীপগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যান্টিগুয়া ও বারমুডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাদের দেশে ঝড়ে অন্তত একজন নিহত হয়েছে। সেই সঙ্গে দেশটির প্রায় ৯০ শতাংশ ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ বলেছেন, সেন্টমার্টিন ও সেন্টবার্টসে ক্ষতির মাত্রাটা ব্যাপক।

বিবিসি জানিয়েছে, ইরমা শুরুতেই আঘাত হানে অ্যান্টিগুয়া ও বারমুডায়। এরপর যায় ফরাসিদের কাছে অবকাশযাপনের সবচেয়ে জনপ্রিয় দ্বীপ সেন্টমার্টিন ও সেন্টবার্টসের দিকে।

এই দুটি দ্বীপে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটার।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই ঝড়ের কারণে বন্যা হয়েছে এবং দ্বীপের ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।

বারমুডায় যে ব্যাপক ক্ষতি হয়েছে তা স্বীকারও করেছেন অ্যান্টিগুয়া ও বারমুডার প্রধানমন্ত্রী জাস্টিন ব্রাউনি।

বারমুডায় ঝড়ের মধ্যে পড়া একজন জানাচ্ছিলেন তার অভিজ্ঞতার কথা। তিনি বলছেন, আমার পুরো বাড়ি একটা মৃত্যুফাঁদে পরিণত হয়েছিল। সেই ঘরে আটকা পড়েছিলাম আমরা সাতজন। আমরা সাহায্যের জন্য আর্তি করছিলাম আর খোদার কাছে প্রার্থনা করছিলাম। দমকলকর্মীরা আমাদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন। আমার জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ।

আমেরিকার ফ্লোরিডার পশ্চিম এলাকা থেকেও অনেককে সরিয়ে নেয়া হয়েছে এবং এই ঝড়ের প্রভাবে সেখানে ব্যাপক ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

ক্যাটাগরি-ফাইভ বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড় ইরমা এখন নর্দান ভার্জিন আইল্যান্ডের ওপর দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে।

গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী ঝড় হিসেবে ইরমাকে বিবেচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার নাগাদ এই ঝড়টি পুয়ের্টো রিকো ও ডমিনিক রিপাবলিক অতিক্রম করবে বলে এক পূর্বাভাসে জানিয়েছে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.