Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের ১২ কোটি টাকা জরুরি সহায়তা দেবে কুয়েত

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারের মুসলিম সম্প্রদায় রোহিঙ্গাদের জন্য ১২ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫০০ টাকা (১৫ লাখ ডলার) জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত। দেশটির মিনিস্টার অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্টার অব স্টেট ফর মিউনিসিপাল অ্যাফেয়ার্স আল জাবরি এক বিবৃতিতে এই সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

কুয়েতের বার্তা সংস্থা কুনা জানিয়েছে, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে  রোহিঙ্গাদের কাছে এই সহায়তা পাঠানো হবে। এই অর্থ দিয়ে রোহিঙ্গাদের খাবার, কাপড় এবং তাঁবু তৈরির কাজ করা হবে।

একই সঙ্গে রোহিঙ্গা মুসলিমদের জন্য কুয়েতের নাগরিক ও বাসিন্দাদের কাছেও অর্থসহায়তা চেয়েছেন আল জাবরি।  

গত ২৫ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ‘বিদ্রোহী রোহিঙ্গাদের’ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এই হামলার দায় স্বীকার করে। এ ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে।

গত দুই সপ্তাহে মিয়ানমার থেকে দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.