Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা বিদ্রোহীদের অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মিয়ানমারের

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা বিদ্রোহীরা রাখাইনে অস্ত্রবিরতির যে প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) রোববার থেকে এক মাস অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে।

রাখাইনে সৃষ্ট মানবিক সংকট থেকে উত্তরণে ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলোকে কাজ করার সুযোগ দিতে মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি অস্ত্র রাখার আহ্বান জানিয়েছে ওই বিদ্রোহী গোষ্ঠী।

এআরএসএ’র এই আহ্বানের জবাবে মিয়ানমার সরকারের মুখপাত্র জ তাই বলেছেন, সন্ত্রাসীদের সঙ্গে কোনো সমঝোতা করবেন না তারা।

গত ২৪ অগাস্ট রাতে একযোগে রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে হামলা করে এআরএসএ’র সদস্যরা। এরপর রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে সেনাবাহিনী অভিযান শুরু করলে বাংলাদেশ অভিমুখে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামে। এরইমধ্যে তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে ধারণা করছে জাতিসংঘ।

পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে।

এই অভিযোগ নাকচ করে মিয়ানমার সরকার বলছে, তাদের সেনাবাহিনী রোহিঙ্গা ‘সন্ত্রাসীদের’ নির্মূলে অভিযান চালাচ্ছে।

“সন্ত্রাসীদের সঙ্গে সমঝোতা করার কোনো ভাবনা আমাদের নেই,” এক টুইটে বলেছেন সরকারের ওই মুখপাত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.