Sylhet Today 24 PRINT

ইরমার প্রভাবে ফ্লোরিডার বিদ্যুৎবিহীন নার্সিং হোমে ৮ জনের মৃত্যু

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৭

ঘূর্ণিঝড় ইরমার প্রভাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি নার্সিং হোমে ৮ জন মারা গেছেন।

বুধবার পুলিশ ওই নার্সিং হোমের আরও ১১৫ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ঝড়ে নার্সিং হোমটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে পড়ার সঙ্গে এদের মৃত্যুর সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।  

বোয়ার্ড কাউন্টির মেয়র শেরিফ জানান, হলিউড শহরের ওই নার্সিং হোমের ভেতরেই তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়, বাকি ৫জন হাসপাতালে মারা যান। নিহতদের সবার বয়স সত্তরোর্ধ্ব।



স্থানীয় পুলিশ প্রধান থমাস সানচেজ বলেন, এ ঘটনায় পুনর্বাসন কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে কোনো অপরাধ সংঘটিত হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।ওই নার্সিং হোমে আর কোনো বিপন্ন ব্যক্তি আছেন কি না জরুরি বিভাগের কর্মীদের তা দেখতে নির্দেশ দিয়েছেন ফ্লোরিডার গভর্নর রিক স্কট।

ঘূর্ণিঝড় ইরমা রোববার ফ্লোরিডার মূল ভূখণ্ডে আঘাত হানে। এ ঘূর্ণিঝড়ের কারণে ফ্লোরিডা, জর্জিয়া ও ক্যারোলাইনায় প্রায় এক কোটি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছে। প্রথমে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ইরমা। এর আঘাতে ওই অঞ্চলে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। সূত্র: বিবিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.