Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা নিপীড়ন বন্ধের আহবান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চলমান নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাজ্য সফরে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে ও পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসনের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

মিয়ানমারে দমন-পীড়নের শিকার হয়ে তিন সপ্তাহে চার লাখের মতো মুসলিম রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে; তারা মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক নির্বিচারে হত্যা, ধর্ষণ ও ঘর পোড়ানোর কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি, এই জনগোষ্ঠীর পাশে এখন বিশ্ববাসীকে দাঁড়াতে হবে। একটি জাতিগোষ্ঠী হিসেবে তাদের সঙ্গে কী আচরণ করা উচিৎ, সেই কথা বলতে হবে।

“এই সহিংসতা বন্ধ করতে হবে, এই নির্মমতা বন্ধ করতে হবে।”

রোহিঙ্গা নির্যাতনের জন্য মিয়ানমারের নেত্রী নোবেলজয়ী অং সান সু চি সমালোচনা করলেও একই সময়ে টিলারসন বলেন, মিয়ানমার গণতন্ত্র ফিরলেও সু চিকে এখনও সামরিক বাহিনীর সঙ্গে রফা করে সরকার চালাতে হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে সু চিকে জটিল একটি পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে বলেও মনে করেন টিলারসন। এই অবস্থায় সু চির প্রতি সমর্থন অব্যাহত রাখার কথাও বলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.