Sylhet Today 24 PRINT

পাচারের শঙ্কায় শিশু দত্তক নিষিদ্ধ করলো নেপাল

আন্তর্জাতিক ডেস্ক |  ২৮ মে, ২০১৫

তিন মাসের জন্য শিশু দত্তক দেওয়া-নেওয়া নিষিদ্ধ করেছে নেপাল সরকার। একইসঙ্গে অভিভাবক ছাড়া বিদেশগামী শিশুদের জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
 
ভূমিকম্প বিধ্বস্ত দেশটিতে দত্তক নেওয়ার সুযোগের অপব্যবহার করে শিশু পাচারের আশঙ্কায় বুধবার এ নিষেধাজ্ঞা জারি করা হলো।
 
নেপালের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর পঞ্চাশের বেশি শিশুকে পাচারকারীদের কাছ থেকে উদ্ধারের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশুপাচার রোধে সীমান্তে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানোরও নির্দেশ দেয়া হয়েছে।
 
মন্ত্রণালয়ের মুখপাত্র রামপ্রসাদ ভট্টরাই বলেন, 'আমাদের ভয় হলো- বর্তমানে লোকজন যে অবস্থায় রয়েছে তাতে পাচারকারীরা টাকার বিনিময়ে অভিভাবকদের কাছ থেকে শিশুদের নিয়ে যেতে পারে। এ কারণে পাচারে ঝুঁকিতে থাকা শিশুদের রক্ষায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।'
 
এশিয়ার অন্যতম দরিদ্র দেশটি থেকে যুক্তরাষ্ট্র, কানাডাসহ পৃথিবীর উন্নত দেশের মায়েরা শিশু দত্তক নিয়ে থাকেন। এ সুযোগের অপব্যবহার করে দেশটিতে প্রায়ই শিশুপাচারের ঘটনাও ঘটে। আর ভারতের সঙ্গে সীমান্ত থাকার কারণে নেপাল সবসময়ই শিশু পাচারের ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া প্রলয়ঙ্করি ভূমিকম্প এ ঝুঁকি আরও বাড়িয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.