Sylhet Today 24 PRINT

সহজ হচ্ছে কানাডার নাগরিকত্ব নীতিমালা

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৭

আগামী ১১ অক্টোবর থেকে কানাডার নাগরিকত্ব আইনের নতুন নীতিমালা সহজ হতে যাচ্ছে। ফলে কানাডায় পাঁচ বছর মধ্যে তিন বছর অবস্থান করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে এছাড়া পঞ্চান্ন বছর বয়সীদেরকে আর নাগরিকত্ব পরীক্ষা দিতে হবেনা।

বিগত কঞ্জারভেটিব পার্টির হারপার সরকার বিল সি-২৪ ধারা প্রয়োগ করে এই নাগরিকত্ব নীতিমালা কঠিন করেছিলো। বর্তমান লিবারেল সরকার তা শিথিল করলো।

এ প্রসঙ্গে মন্ত্রী সিটিজেন এবং ইমিগ্রেশন আহমেদ হোসেন গত সপ্তাহে ডেইলি টরেন্টো স্টারকে বলেন, গত সরকার অপ্রয়োজনীয় বাঁধা তৈরি করে জাতিকে কষ্ট দিয়েছে।

উল্লেখ্য, আগে নাগরিকত্ব প্রার্থীদের ছয় বছরের মধ্য চার বছর কানাডায় থাকা এবং ১৪ বছর থেকে ৬৪ বছর বয়সীদের ভাষাজ্ঞানসহ নাগরিকত্ব পরীক্ষা পাশের কঠোর বিধান ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.