Sylhet Today 24 PRINT

সৌদি নারীরা পেলেন এবার ব্যবসার সুযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৭

মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরব এবার নারীদের ব্যবসা করার সুযোগ দিয়েছে। চলতি আরবি বছরে নারীদের ৮৭ হাজার ৫৭৫টি বিজনেস লাইসেন্স দিয়েছে সৌদির বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার আবর নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিছুদিন আগেই সেখানে নারীদের জন্য গাড়ি চলানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এবার দেশটিতে নারীদের জন্য ব্যবসার সুযোগ করে দেয়া হচ্ছে। যোগাযোগ, পর্যটন, তথ্য প্রযুক্তি, রেস্টুরেন্ট, আবাসন ইত্যাদি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরাও এখন থেকে এসব ব্যবসা করতে পারবে।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে নারীদের জন্য ব্যাপক সুযোগ করে দিচ্ছে সৌদি সরকার। তারই অংশ হিসেবে এবার নারীদের ব্যবসার সুযোগ করে দেয়া হচ্ছে। এতে করে নারীদের দেশে ও দেশের বাইরে ব্যবসা করার পথ উন্মুক্ত হল।

সৌদি সরকারের ভিশন ২০৩০ বাস্তবায়নে দেশটিতে ব্যাপক সংস্কার করা হচ্ছে। দেশের অর্থনীতিকে সচল করতে স্থানীয় নারী-পুরুষদের উদ্যোগী করতেই এই সুযোগ দেয়া হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.