Sylhet Today 24 PRINT

ইউনেস্কো থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৭

জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে বেরিয়ে গেলো যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ইউনেস্কো ইসরায়েল বিরোধী অবস্থান নেয়ায় যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইউনেস্কোকে সবচেয়ে বেশি অনুদান দেয়৷ অথচ, সংস্থাটির কার্যক্রমে তাদের মতামত প্রতিফলিত হয় না৷ বিশেষ করে ফিলিস্তিন প্রসঙ্গে।

এতে আরও বলা হয়েছে, ইউনেস্কো বেশির ভাগ ক্ষেত্রেই ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে৷ তারা ইসরায়েলের সঙ্গে যে আচরণ করছে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না৷

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে একটি পর্যবেক্ষণ মিশন স্থাপন করা হবে। এরমধ্য দিয়ে ইউনেস্কোতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিকে বাদ দেয়া হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সদস্য পদ প্রত্যাহার করে নেয়া জাতিসংঘ পরিবার ও জোটবদ্ধতার ক্ষতি বলে জানিয়েছে ইউনেস্কো।

চলতি বছর মে মাসে ইউনেস্কোর নির্বাহী পরিষদে অনুমোদন পাওয়া এক প্রস্তাবে ইসরায়েলের বিরুদ্ধে অনৈতিকভাবে জেরুজালেম ও গাজা অধিগ্রহণ করে রাখার কথা বলা হয়েছে।

ইউনেস্কোর নির্বাহী বোর্ডে পাস হওয়া ওই প্রস্তাবকে ‘আন্তর্জাতিক আইনের জয়’ বলে উল্লেখ করে ফিলিস্তিন। ইসরায়েল বলছে যে এটি ‘ইউনেস্কোর অপ্রয়োজনীয় রাজনৈতিক’ কর্মকাণ্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.