Sylhet Today 24 PRINT

মায়ানমারে তুরস্কের ২ সাংবাদিকসহ আটক ৩

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৭

মায়ানমারের পার্লামেন্ট কম্পাউন্ডের কাছে ড্রোন উড্ডয়নের অভিযোগে তুরস্কের দু’জন সাংবাদিকসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃত দু’জন হলেন, তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন কর্পোরেশন (টিআরটি) এর সংবাদকর্মী লাউ হন মেন এবং মক চৌ লিন।

মায়ানমার পুলিশ তাদেরকে আটকের তথ্য প্রকাশ করেছে শনিবার (২৮ অক্টোবর)। শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানী নেপিদো’র পার্লামেন্ট ভবন এলাকায় তারা দু’জনে মিলে একটি ড্রোন উড্ডয়ন করেছিলেন বলে মায়ানমার পুলিশের  দাবি।

পুলিশ আরও জানায়, ওই দুই সাংবাদিকের সঙ্গে থাকা যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। তাদের চালককেও আটক করা হয়েছে। পরে ২৫ জন পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের কম্পিউটার ও মেমরিকার্ড জব্দ করেছে।

মায়ানমারের স্যান অং নামের এক পুলিশ কর্মকর্তা জানান, অনুমতি ছাড়াই ড্রোন রাখার অপরাধে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। তদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে আরও অভিযোগ নিয়ে আসা হতে পারে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.