Sylhet Today 24 PRINT

রাখাইন রাজ্যের সেনাধ্যক্ষ অপসারণ

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০১৭

মিয়ানমারের সেনাবাহিনীর রাখাইনের সেনাধ্যক্ষ মেজর জেনারেল মং মং সোয়েকে অপসারণ করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সেনাবাহিনীর গণমাধ্যম বিষয়ক এক কর্মকর্তা এ খবর জানিয়েছেন। তিনি আরো জানান ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে তিন্ত নাইংকে তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

মিয়ানমারে তাতমাদাও নামে পরিচিত সেনাবাহিনীর এই কর্মকর্তার নেতৃত্বেই গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

জাতিসংঘ কর্মকর্তারা এই অভিযানে পরিকল্পিত ধর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলেছেন।

মেজর জেনারেল আয়ে লুইন রয়টার্সকে জানিয়েছেন, গত ১০ নভেম্বর মং মং সোয়ের বদলির নির্দেশ হয়। বর্তমানে তাকে কোনো পোস্টিং দেয়া হয়নি, রিজার্ভ ফোর্সে রাখা হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.