Sylhet Today 24 PRINT

আইএস দমনে আলোচনায় ২০ দেশের শীর্ষ প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক |  ০২ জুন, ২০১৫

ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনে করণীয় সম্পর্কে আলোচনা করতে ফ্রান্সে মিলিত হচ্ছেন ২০ দেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের শীর্ষ প্রতিনিধিরা।

স্থানীয় সময় মঙ্গলবার (০২ জুন) ফ্রান্সের প্যারিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বৈঠকে উপস্থিত থাকছেন বলে জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না বলে জানা গেছে। স্থানীয় সময় গত রোববার (৩১ মে) সকালে ফ্রান্সের দক্ষিণ-পূর্বে সিওঁজিয়ে এলাকার কাছে সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। এ ঘটনায় তার পা ভেঙ্গে যাওয়ায় বর্তমানে তিনি বোস্টনে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ইরাকে আইএসের ক্রম বর্ধমান আগ্রাসনের প্রেক্ষিতে একজোট হওয়ার পরিকল্পনা করছে বিশ্ব সম্প্রদায়গুলো। বিশেষ করে, গত মাসে রামাদি পতনের পর সতর্ক হয়ে ওঠে পশ্চিমা বিশ্ব।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে শীর্ষ প্রতিনিধিরা এ বিষয়ে প্রথমে একটি রাজনৈতিক সমাধানে যাওয়ার চেষ্টা করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.