Sylhet Today 24 PRINT

অপরাধীর তালিকায় মোদির ছবি, গুগলের দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ জুন, ২০১৫

ইন্টারনেট জায়ান্ট গুগলে ‘টপ টেন ক্রিমিনালস’ লিখে সার্চ দিলে দাউদ ইব্রাহিম, ওসামা বিন লাদেনের মতো শীর্ষ সন্ত্রাসীদের ছবির সঙ্গে চলে আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি।

তবে বিষয়টি ‘ভুল বোঝাবুঝি’ বলে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে গুগল।

বিবৃতিতে গুগল বলছে, বিষয়টি আমাদের জটিলতায় ফেলেছে। এটি গুগলের নিজস্ব মতামতকে বোঝায় না। অনেক সময় নির্দিষ্ট কিছু অনুসন্ধানে সমস্যা তৈরি হয়। এ সমস্যার বা ভুল বোঝাবুঝির জন্য আমরা দুঃখিত।

ভবিষ্যতে যেন এ ধরনের সমস্যা না হয় সেজন্য আমরা কাজ করছি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গুগলে ‘টপ টেন ক্রিমিনাল’ লিখে সার্চ দিলে প্রথমেই মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যাংস্টার আল কাপোনেকে দেখা যায়। আর দ্বিতীয় ছবিতেই দেখা যাচ্ছে মোদিকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.