Sylhet Today 24 PRINT

মার্কিন সেনাবাহিনীর ট্যুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাকড

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সেনা কমান্ড বা সেন্টকমের ট্যুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট কয়েক ঘণ্টার জন্য হ্যাক হয়েছিল।

ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ১৩ জানুয়ারী, ২০১৫

 
সোমবার ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখলকারী ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে এই কাজ করা হয়েছে বলে দাবি করেছে সাইবার খিলাফত নামের একটি সংগঠন।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র হ্যাকের এই ঘটনাকে দেশটির সাইবার জগতে চালানো ধ্বংসাত্মক কাজ বলে মনে করছে।

সেন্টকমের ট্যুইটার অ্যাকাউন্টে ঢুকে হ্যাকাররা ফিড দিয়েছে, ‘মার্কিন সেনারা, আসছি আমরা, এবার নিজেদের সামলাও।’

ফিড দেয়ার পাশাপাশি বেশ কয়েকজন সেনা কর্মকর্তার নাম, তাদের ফোন নম্বর এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভেতরকার কিছু তথ্যও প্রকাশ করেছে সংগঠনটি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.