Sylhet Today 24 PRINT

এ পর্যন্ত আইএসে যোগ দিয়েছে ১১ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ জুন, ২০১৫

ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে সবমিলিয়ে ১১ ভারতীয় যোগ দিয়েছেন। বুধবার দেশটির গোয়েন্দা সংস্থার এক গোপন সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে জি নিউজ।

এদের মধ্যে ছয় জন উপসাগরীয় বিভিন্ন দেশ থেকে আইএসে যোগ দিয়েছেন। সরাসরি ভারত থেকে যোগ দিয়েছেন বাকি পাঁচ জন।

জিহাদিদের দলে যোগ দেয়াদের মধ্যে কেবল চার যুবককে সনাক্ত করতে পেরেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। এরা হলেন, আরিব মজিদ, আমান নায়িম ট্যান্ডেল, ফাহাদ তানভির শিইখ এবং সাহিম ফারুক তানকি। এদের মধ্যে কেবল একজন গতবছর ইরাক থেকে আইএসে যোগ দেন। এই চার জনই মহারাষ্ট্র প্রদেশের কল্যাণ শহরের বাসিন্দা।

জি নিউজে প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়েছে, জিহাদিদের পক্ষে লড়াই করতে গিয়ে এ পর্যন্ত নিহত হয়েছেন পাঁচ ভারতীয় যুবক। এরা হলেন, ব্যাঙ্গালুরের ফায়িজ মাসুদ, কল্যানের সাহিম ফারুক তানকি, কর্নাটকের আবদুল কাদির সুলতান আরমার এবং হায়দ্রাবাদ শহরের হানিফ ওয়াসিম।

এছাড়া জিহাদিদের পক্ষে এখনো লড়াই করছেন পাঁচ ভারতীয় ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই ১১ ভারতীয় যুবককে দলে নেয়ার পর প্রথমে তাদের সামরিক প্রশিক্ষণ দিয়েছিল আইএস। পরে তাদের লড়াই করার জন্য ইরাক ও সিরিয়ায় পাঠানো হয়।

তবে গত ছয় মাস ধরে কোনো ভারতীয় আইএসে যোগ দেয়নি বলে জানিয়েছে জি নিউজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.