Sylhet Today 24 PRINT

গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড করল ভুটান

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৫ জুন, ২০১৫

বিবিসি বাংলা অনলাইন জানিয়েছে এক ঘণ্টায় ৪৯ হাজার ৬৭২টি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ভুটানের একদল স্বেচ্ছাসেবক। তিন বছর আগে ভারতের গড়া রেকর্ড ভেঙে নতুন এই রেকর্ডের মালিক হলো তারা।

বর্তমানে দেশটির ৭৫ শতাংশ বনভূমি। তাছাড়া ভুটান সরকার দেশটির পরিবেশ সংরক্ষণের ব্যাপারে প্রথম থেকেই গুরুত্ব দিয়ে আসছে।

গাছ লাগানো কর্মসূচীর আয়োজকদের একজন কারমা শেরিং বলেন, পুরো দেশ এ বিশ্ব রেকর্ডের ঘটনায় খুশি, এই ঘটনা এটাই প্রমাণ করে আমাদের তরুণ প্রজন্ম একটা পরিস্কার ও সবুজ ভবিষ্যত্ চায়।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুটানের এই বিশ্ব রেকর্ডটি বেশ প্রশংসিত হচ্ছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট ভুটানের এই অর্জনের বিষয়টি উল্লেখ করেছে।

স্বেচ্ছাসেবক দলের একজন শেরাব দর্জি জানান, তারা এক সপ্তাহ ধরে দ্রুত গাছ লাগানোর বিভিন্ন কৌশলগুলো চর্চা করেছেন। এই গাছ লাগানো দলে ১০০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.