Sylhet Today 24 PRINT

জেরুজালেমে তুরস্কের ফিলিস্তিনি দূতাবাস খোলার ঘোষণা এরদোয়ানের

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার বিরোধিতা করে সেখানে তুরস্কের ফিলিস্তিনি দূতাবাস খোলার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

রোববার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কারামানে দলীয় একে পার্টির সদস্যদের উদ্দেশে এক ভাষণে তিনি বলেন, “আল্লাহ চাইলে আমরা অচিরেই আনুষ্ঠানিকভাবে সেখানে আমাদের দূতাবাস খুলব।”

জেরুজালেমে তুরস্কের কনসাল জেনারেলের প্রতিনিধিত্ব করতে এরই মধ্যে একজন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গত বুধবার তুরস্কে আয়োজিত মুসলিম দেশগুলোর জোট ওআইসি'র এক সম্মেলনে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানীর স্বীকৃতি দিতে বিশ্বকে আহ্বান জানানোর পর এরদোয়ান সেখানে দূতাবাস খোলার এ ঘোষণা দিলেন। যদিও কিভাবে তা করবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি এরদোয়ান।

পুরো জেরুজালেম এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং তারা একে নিজেদের অবিভক্ত রাজধানী বলে দাবি করে। ওদিকে, ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসাবে চায়।

ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নিয়ে পরে এটিকে নিজেদের ভুখন্ডের অংশ করে নিলেও এটি তাদের বলে আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।

গত ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন। এরই প্রতিবাদে ওআইসি সম্মেলনে মুসলিম দেশগুলো এক পাল্টা ঘোষণায় পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসাবে স্বীকৃতির ডাক দেয়।

ইসরায়েলে তুরস্কসহ বিশ্বের অন্যান্য দেশের দূতাবাসগুলো এখন তেল আবিবে অবস্থিত। ট্রাম্পের জেরুজালেম ঘোষণার পর তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সেখানে স্থানান্তরের প্রস্তুতি শুরুর ঘোষণা দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.