Sylhet Today 24 PRINT

চুক্তির পরও রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দিয়েছে মিয়ানমার

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৭

বাংলাদেশের সঙ্গে শরণার্থী ফিরিয়ে নেওয়া বিষয়ে চুক্তি হওয়ার কয়েকদিনের মধ্যেই মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের বেশ কয়েকটি গ্রাম জ্বালিয়ে দিয়েছে।

সোমবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বরাত দিয়ে একথা জানিয়েছে এএফপি।

স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবি বিশ্লেষণের উল্লেখ করে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, অক্টোবর ও নভেম্বর মাসে ৪০টি গ্রামে ভবন ধ্বংস করা হয়েছে। এই নিয়ে গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত মোট ৩৫৪টি গ্রামকে আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস করা হল।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দুই মাসের মধ্যে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই সপ্তাহেই মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের গ্রামের বেশ কয়েকটি ভবনে অগ্নিসংযোগ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.