Sylhet Today 24 PRINT

মমির সঙ্গে লকেট আর লকেটের ভেতর হৃৎপিণ্ড!

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৬ জুন, ২০১৫

সতেরো শতকের এক মমির সঙ্গে এক লকেট এবং লকেটের অভ্যন্তরে সত্যিকারের এক মানব হৃৎপিণ্ড, অবিশ্বাস্য অনে হলেও সত্যি কাহিনী এটি। স্থান ফ্রান্সের রেনস সিটি এবং উদ্ধারকৃত মমিটি ব্রিটানির সভ্রান্ত পরিবারের এক মহিলার। সংবাদ সূত্র: জিনিউজ ইন্ডিয়া।  

ফ্রেঞ্চ ন্যাশানাল ইন্সটিটিউট ফর প্রিভেন্টিভ আরকিয়োলজিক্যালের তত্ত্ববধানে ফ্রান্সের রেনসে এক সমাধিস্থানে খোঁজ মেলে এই মমির। প্রত্নতত্ত্ববিদরা মনে করছেন, মমিটি লুইস দ্য কোয়েনগোর, এক সভ্রান্ত পরিবারের বিধবা মহিলা। তাঁর মমি থেকে পাওয়া যায় একটি লকেট, যেখানে রয়েছে তাঁর  স্বামীর সংরক্ষিত হৃদপিণ্ডের মমিও।

এখনও কোয়েনগোর শরীরের অনেক অঙ্গ-প্রতঙ্গ ও টিস্যু নরম রয়েছে। তাঁর কিডনি পরীক্ষা করে মিলেছে কিছু পাথর। যক্ষায়ও আক্রান্ত হয়েছিলেন কোয়েনগো।

তবে প্রত্নতত্ত্ববিদরা মনে করছেন, তিনি প্লেগ রোগেই মারা গিয়েছিলেন। তাঁদের কাছে রহস্যময় মনে হচ্ছে এই হৃদপিণ্ড কেন মমির সঙ্গে রাখা ছিল? সেটা কি শুধুমাত্র তাঁর অন্তিম ইচ্ছা নাকি সেইসময়ে রীতি ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.