Sylhet Today 24 PRINT

ফিলিপাইনে ভূমিধস-বন্যায় নিহত বেড়ে ১৮২

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৭

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় তীব্র ঝড়ের পর ভূমিধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮২ জনে দাঁড়িয়েছে।

রোববার দেশটির কর্মকর্তা ও সাহায্য সংস্থাগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দ্বীপরাষ্ট্রটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের তুবোদ শহরের কাছে শুক্রবার গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তেম্বিনের আঘাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে একটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়।

ফিলিপাইনের আঞ্চলিক পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ঝড়ের পর ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৮২ জনের মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে।

এছাড়া এসব প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১৫৩ জন নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ।

তারা বলছে, ভূমিধসে মাটি চাপা পড়ে এবং বন্যার পানির তোড়ে ভেসে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া এ প্রাকৃতিক দুর্যোগে ৪০ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।

উল্লেখ্য, ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি শক্তিশালী ঝড় আঘাত হানলেও মিন্দানাওয়ে এধরনের ঝড় আঘাত হানার ঘটনা বিরল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.