Sylhet Today 24 PRINT

ফিলিপাইনে শপিংমলে অগ্নিকাণ্ডে নিহত ৩৭

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৭

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও নগরীতে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৭ জনের মৃত্যুর আশংকা করা হচ্ছে। রোববার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপির।

ফেসবুকে দেয়া এক বার্তায় প্রেসিডেন্টের ছেলে দাভাওয়ের ভাইস মেয়র পাওলো দুতার্তে অগ্নিনির্বাপণ সংস্থার কমান্ডারের বরাত দিয়ে লিখেছেন, এই ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ ৩৭ জনের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।

স্থানীয় পুলিশ কর্মকর্তা রাল্ফ ক্যানয় বলেন, শনিবার সকালে চারতলা বিশিষ্ট এনসিসিসি নামের এ শপিং মলে আগুন লাগে এবং ভেতরে লোকজন আটকা পড়ে। এ ভবনের একেবারে ওপরের তলায় একটি কল সেন্টার রয়েছে।

তিনি আরও জানান, সেখানে আগুন লাগার প্রায় ২৪ ঘণ্টা পর রবিবার সকালেও আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, এ শপিং মলের তিন তলায় আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এখানে কাপড়, কাঠের আসবাবপত্র ও প্লাস্টিকের তার তেরি হয়।

তিনি জানান, কল সেন্টারে আটকা পড়াদের কেউ কেউ মারা গিয়ে থাকতে পারে বলে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন। কল সেন্টারটি ২৪ ঘণ্টা খোলা থাকে।

তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রেসিডেন্টের সহকারীদের একজন বলেন, প্রেসিডেন্ট রোদ্রিগো দুতার্তে এ ঘটনার শিকার হওয়া লোকজনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে শনিবার রাতে এ শপিং মল পরিদর্শন করেন।

দুতার্তে প্রায় দুই দশক ধরে দাভাওয়ের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি এ নগরীতেই বসবাস করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.