Sylhet Today 24 PRINT

নিউইয়র্কে হামলা: নিজেকে নির্দোষ দাবি আকায়েদের

সিলেটটুডে ডেস্ক  |  ১৩ জানুয়ারী, ২০১৮

শিল্পীর চোখে আদালতে আকায়েদ। ছবি : এনবিসি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পুলিশের আনা ছয়টি অভিযোগের বিষয়ে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহ।

মার্কিন ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড জে সুলিভানের আদালতে নিউইয়র্ক সময় বৃহস্পতিবার বিকেলে আকায়েদকে আনা হয়। এনবিসিসহ একাধিক সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।  

হামলায় জড়িত নন জানিয়ে ২৭ বছর বয়সী আকায়েদ আদালতকে জানান, এ মুহূর্তে তিনি শুধু এইটুকুই বলতে চান যে তিনি দোষী নন।

এদিকে, আকায়েদ উল্লাহর আইনজীবী হিসেবে এমি গেলিচিওকে নিয়োগ দেন আদালত। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আকায়েদকে মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে রাখার অনুরোধ জানান আসামির এই আইনজীবী। তবে কারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি জানাতে বলেন আদালত।

মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল ধার্য করেন আদালত। আকায়েদের বিরুদ্ধে গত ১১ ডিসেম্বর সকালে টাইম স্কয়ার থেকে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনাল যাওয়ার পথে বোমার বিস্ফোরণ ঘটানোর অভিযোগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.