Sylhet Today 24 PRINT

নাইজেরিয়ায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৮

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) সন্দেহভাজন বোকো হারাম সংগঠনের সদস্যরা ওই হামলা চালিয়েছে বলে জানিয়েছে বোর্নো প্রদেশের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এসইএমএ)।

জানা গেছে, ২০০৯ সাল থেকেই বোর্নো প্রদেশে সহিংসতা শুরু করে সন্ত্রাসীরা। তবে বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ওই এলাকায় কিছুদিন ধরে অভিযান চালিয়ে আসছে নাইজেরিয়ার সেনাবাহিনী।

তার পরেও বোকো হারামের পরিস্থিতি শিথিল হচ্ছে না। সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন বেসামরিক নাগরিক এবং সেনাবাহিনীর সদস্যরা।

সেনাবাহিনীর কর্মকর্তারা বলছেন, বুধবার বিকেলে দু'জন আত্মঘাতী মাইদুগুরির উপকণ্ঠে অবস্থিত মুনা গ্যারেজ এলাকার একটি বাজারে হামলা চালিয়েছে।

একইস্থানে ২০১৪ সালের ২ মার্চ জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। তবে গত নয় বছরে ২০ হাজারের বেশি মানুষ ওই এলাকাতে নিহত হয়েছেন।

সূত্র : ভয়েস অব অ্যামেরিকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.