Sylhet Today 24 PRINT

পাকিস্তানে সেনা-জঙ্গি গুলি বিনিময়ে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ জুন, ২০১৫

পাকিস্তানে আফগানিস্তান সংলগ্ন সীমান্তবর্তী অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়ের ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছে।

সোমবার (০৮ জুন) দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিবৃতিতে বলা হয়, ওয়াজিরিস্তানের উত্তরাঞ্চলে উপজাতীয় এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময়ের ঘটনাটি ঘটে। রাতভর এ সংঘর্ষে ৭ সেনা ও অন্তত ১৯ জঙ্গি নিহত হয়েছে।

পাক সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, জঙ্গিদের একজন সেনাসদস্যদের ওপর আত্মঘাতী হামলা চালালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

গত বছর জুন থেকে উত্তর ওয়াজিরিস্তানে স্থানীয় ও বিদেশি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে পাক সেনাবাহিনী। এই এলাকা এক সময় পাকিস্তান তালেবানের ঘাঁটি বলে পরিচিত ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.