Sylhet Today 24 PRINT

১০২ বছর বয়সে ডক্টরেট ডিগ্রী লাভ

নিউজ ডেস্ক |  ১০ জুন, ২০১৫

হামবুর্গ ইউনিভার্সিটির অধ্যাপকদের উপস্থিতিতে মৌখিক পরীক্ষা দেন মিজ ইংগেবোর রাপোপোর্ট

জার্মানিতে ১০২ বছর বয়সে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন এক নারী। মিজ ইংগেবোর রাপোপোর্টকে ৮০ বছর আগে ফাইনাল পরীক্ষায় বসতে বাধা দিয়েছিল নাৎসি বাহিনি। গত মাসে সর্বশেষ ধাপ একটি ভাইবা পরীক্ষায় অংশ নিয়ে খুব ভালোভাবেই পাশ করলেন তিনি।

মঙ্গলবার হামবুর্গ ইউনিভার্সিটি তাঁর হাতে ডক্টরেট উপাধি তুলে দিয়েছে।

মিজ ইংগেবোর রাপোপোর্টের মা ছিলেন একজন ইহুদি পিয়ানোবিদ। মিস রাপোপোর্ট ১৯৩৭ সালে মেডিকেলের পড়াশোনা শেষ করেন। এরপর ডিপথেরিয়া নিয়ে গবেষণা রিপোর্ট তৈরি করেন। জার্মানিতে তখন ডিপথেরিয়া একটি গুরুতর সমস্যা ছিল।

কিন্তু নাৎসি বাহিনীর বাধার কারণে ডক্টরেট ডিগ্রি লাভের জন্য তাঁকে আট দশক অপেক্ষা করতে হলো। অ্যাডলফ হিটলারের শাসনামলে আইন অনুযায়ী ইহুদি হবার কারণে মিস রাপোপোর্টকে তখন ডক্টরেট ডিগ্রি দেয়া হয়নি।

গত মাসে হামবুর্গ ইউনিভার্সিটির তিনজন অধ্যাপক ইংগেবোর রাপোপোর্টের বাসায় তার মৌখিক পরীক্ষা নেন। তিনজন পরীক্ষকই খুবই অভিভূত হয়েছেন এত বছর বয়সেও মিস রাপোপোর্ট এত বিষয়ে জানেন আর খোঁজখবর রাখেন দেখে।

মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে ইংগেবোর রাপোপোর্টের হাতে ডক্টরেট ডিগ্রি তুলে দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.