Sylhet Today 24 PRINT

মেক্সিকোয় মন্ত্রীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশটির ওয়াসাকা রাজ্যের গভর্নরকে বহন করা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া মন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর বিবিসি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ওসাকা রাজ্যের গভর্নরকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শন শেষে অবতরণের সময় বিধ্বস্ত হয়।

ওই ঘটনার পর টেলিভিশন নেটওয়ার্ক টেলিভিসাকে স্বরাষ্ট্রমন্ত্রী আলফোসানো নাভারেতে বলেছেন, তার এবং ওসাকার গভর্নর আলেজান্দ্রো মুরাতের মারাত্মক কোনো ক্ষতি হয়নি। হেলিকপ্টারটি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চলে গতকাল শুক্রবার ৭ দশমিক ২ মাত্রার বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। এই ভূকম্পন ব্যাপক ভীতির সঞ্চার করে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.