Sylhet Today 24 PRINT

সন্ত্রাসী হামলা বন্ধে শিক্ষকের অস্ত্র দিতে চান ট্রাম্প!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে সন্ত্রাসী হামলা বন্ধে শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দেয়ার প্রস্তাব করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফ্লোরিডায় একটি স্কুলে বন্দকধারীর গুলিতে ১৭ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণের দাবির মধ্যেই ট্রাম্পেই এই প্রস্তাব এলো।

বুধবার হোয়াইট হাউসে মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের এক দল শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন প্রেসিডেন্ট এ প্রস্তাবনা দেন। ট্রাম্পের যুক্তি, ‘শিক্ষকের হাতে বন্দুক থাকলে খুব দ্রুতই তিনি যে কোনো হামলা ঠেকিয়ে দিতে পারবেন।’

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘হামলাকারীরা হলো কাপুরুষ। স্কুল যেহেতু অস্ত্রমুক্ত এলাকা, এটা তাদের উৎসাহিত করে। তারা মনে করে, ভেতরে যেহেতু কারো হাতে অস্ত্র নেই, ঢুকে গুলি করে দিলেই হয়। কিন্তু একজন শিক্ষকের কাছে যদি একটি অস্ত্র থাকে, তাকে যদি অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয়া হয়, তাহলে ওই এলাকা আর অস্ত্রমুক্ত থাকবে না।’

ট্রাম্প বলেন, আমরা খুব কঠোরভাবে ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে দেখব। আর শিক্ষকদের মানসিক স্বাস্থ্যের ওপর অনেক বেশি গুরুত্ব দেব।’

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে কলেজ ক্যাম্পাসে অস্ত্র বহনের বৈধতা থাকলেও ফ্লোরিডার আইনে সে সুযোগ নেই।

গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার একটি হাইস্কুলে ছুটির আগে ১৯ বছর বয়সী এক তরুণ একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। ঘাতক ওই তরুণ ওই স্কুলের সাবেক ছাত্র। হামলার ঘটনায় ১৭ জন নিহত হয়। যার মধ্যে ১৪ জনই স্কুলশিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের স্কুলে সন্ত্রাসী হামলার ঘটনা অহরহ। প্রায় প্রতিবছরই এমন ঘটনা ঘটছে। দেশটিতে অস্ত্র পাওয়া অনেক সহজ থাকায় ছোট কারণেও এই ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.