Sylhet Today 24 PRINT

বাংলাদেশ থেকে অনুপ্রবেশের নেপথ্যে পাকিস্তান ও চীন: ভারতীয় সেনাপ্রধান

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

দিল্লির সঙ্গে চলমান ‘ছায়াযুদ্ধে’র অংশ হিসেবে ইসলামাবাদ ‘পরিকল্পিতভাবে’ ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারী পাঠাচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত।

সীমান্ত সমস্যা ও সমাধান নিয়ে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিপিন রাওয়াত এসব কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

তার দাবি, ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে অস্থির রাখতে চীনের সমর্থন নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ওই এলাকার দিকে ঠেলে দিচ্ছে পাকিস্তান।

বিপিন বলেন, ‘আমাদের পশ্চিমের (পাকিস্তান) প্রতিবেশীর কারণে পরিকল্পিত অভিবাসন হচ্ছে। এর ফলে বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসী উত্তর-পূর্বাঞ্চলে প্রবেশ করছে। তারা (পাকিস্তান) সর্বদা সেখানে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর আমাদের পূর্বের প্রতিবেশী (চীন) এতে সহায়তা করছে।’

আসামের কয়েকটি জেলায় মুসলমানের সংখ্যা বেড়েছে- এমন পরিসংখ্যানের বরাত দিয়ে সেনাপ্রধান বলেন, বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘আমি মনে করি, আমাদের উত্তরের প্রতিবেশীর সহায়তায় পশ্চিমের প্রতিবেশী এই প্রক্সি গেম ভালোভাবেই খেলছে।’

বিপিন বলেন, ‘এআইইউডিএফ নামে একটি দল আছে। আপনারা যদি দেখেন, সেটি বিজেপির চেয়েও দ্রুত বর্ধিত হচ্ছে। কারণ ১৯৮৪ সালে বিজেপি আসামে দুটি আসন পেয়েছিল।’

উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠিত এআইইউডিএফ’র এখন লোকসভায় দুইজন প্রতিনিধি রয়েছে। আর বিধান সভায় রয়েছে ১৩ জন প্রতিনিধি।

তবে ওই অঞ্চলের এই সমস্যা সমাধানের জন্য উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন ভারতীয় সেনাপ্রধান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.