Sylhet Today 24 PRINT

গুজরাটে বরযাত্রীবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত ৩০

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৮

ভারতের গুজরাট রাজ্যের ভাবনগর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই ট্রাক রাস্তার পাশের গভীর নালা বা খাদে পড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই শিশু ও নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

মঙ্গলবার (৬ মার্চ) সকালে সাড়ে ৭টার দিকে রাজকোট হাইওয়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহমেদাবাদ ফায়ার সার্ভিসের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এসব তথ্য জানিয়েছে।

গুজরাটের পুলিশ পরিদর্শক কে জে কাদাপদা জানান, একটি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী হিসেবে যাচ্ছিলেন এই ট্রাকযাত্রীরা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বড় নালার মধ্যে পড়ে যায় সেটি। এতে ঘটনাস্থলেই ২৬ জন নিহত হন। পরে আরো চারজনের মৃত্যু হয়।

ভাবনগর জেলার কালেক্টর হারশাদ প্যাটেল জানিয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি দ্রুতগতিতে ছুটছিল। ভাবনগর-উমরালার কাছে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি সেতুর রেলিং ভেঙে রাস্তার ধারের গভীর নালার মধ্যে পড়ে যায়। ট্রাকটির নিচে অনেকে এখনো আটকে রয়েছে। হতাহতদের উদ্ধারের কাজ চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.