Sylhet Today 24 PRINT

এবার ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টার পদত্যাগ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৮

ট্রাম্প প্রশাসনে যেন পদত্যাগের ঝড় উঠেছে। সেই পদত্যাগের নাউয়ে এবার পাল তুললেন প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন। পদত্যাগের খবরটি মঙ্গলবার হোয়াইট হাউজ নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি।

ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে অনেক শীর্ষ কর্মকর্তাই পদত্যাগ করেছেন। সর্বশেষ কর্মকর্তা হিসেবে এ বহরে যুক্ত হলো গ্যারি কন এর নাম।

গ্যারি কন মুক্ত বাণিজ্যে বিশ্বাসী। ধারণা করা হচ্ছে, ট্রাম্প ইউরোপ থেকে স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপের যে পরিকল্পনা নিয়েছেন, তার সঙ্গে এই অর্থনৈতিক উপদেষ্টা একমত ছিলেন না। এ কারণেই পদত্যাগ করেছেন।

হোয়াইট হাউজ থেকে দেয়া এক বিবৃতিতে গ্যারি কন বলেন, ‘দেশ সেবার সুযোগ দেওয়ায় আমি তার (ট্রাম্প) কাছে কৃতজ্ঞ’।

গত ১ মার্চ হোয়াইট হাউজের কমিউনিকেশন বিভাগের প্রধান হোপ হিকস পদত্যাগ করেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.