Sylhet Today 24 PRINT

জার্মানিতে পথচারীদের ভিড়ে গাড়ি, নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৮

জার্মানির মুয়েন্সটার শহরে পথচারীদের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার একটি ঘটনায় চালকসহ অন্তত তিন জন নিহত হয়েছেন।

শনিবার পুরনো ওই শহরটির কায়িপেনকার্ল ভাস্কর্যের কাছের এ ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশের এক মুখপাত্র বলেন, ভ্যানটির চালক আত্মহত্যা করেছেন। এঘটনায় আর কোনো সন্দেহভাজন খোঁজা হচ্ছে না।

জার্মানির দৈনিক বিল্ডের অনলাইন সংস্করণের প্রতিবেদনে ওই ঘটনায় তিন জন নিহত হওয়ার খবর দেওয়া হয়েছে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে বলেছে, “ঘটনাস্থলের চিত্র এমন যে হামলার বিষয়টি বাতিল করা যাচ্ছে না।”

পুলিশ শহরটির কেন্দ্রস্থল এড়িয়ে যেতে বাসিন্দাদের অনুরোধ করেছে।

কয়িপেনকার্ল ভাস্কর্যের কাছে বেশ কয়েকটি রেস্তোরাঁ আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিগুলোতে ঘটনাস্থলে এলোমেলো অবস্থায় টেবিল-চেয়ার পড়ে থাকতে দেখা গেছে।

গত ডিসেম্বরে বার্লিনে একটি ক্রিসমাস বিপণিবিতানে তিউনিশীয় এক শরণার্থীর ট্রাক চালিয়ে দিলে ১২ জন নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.