Sylhet Today 24 PRINT

ভারতে স্কুল বাস খাদে পড়ে ২৪ শিশুসহ নিহত ২৭

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৮

ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুল বাস খাদে পড়ে ২৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ২৪ জনই শিশু। সোমবার (৯ এপ্রিল) বিকালে হিমাচল প্রদেশের কাঙড়া জেলার নূরপুর শহরে এ দুর্ঘটনাটি ঘটে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায় ১০০ ফুট নিচে গভীর খাদে পড়ে যায় বাসটি। অন্যদিকে হিন্দুস্তান টাইমস পত্রিকা জানিয়েছে, বাস খাদে পড়ে ২৪ শিশুসহ ২৭ জন নিহত হয়েছে।

ডেপুটি কমিশনার সন্দীপ কুমার হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘নিহত সব শিশুরই বয়স দশের নিচে। প্রাপ্তবয়স্ক যে কয়েকজন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন ড্রাইভার ও দুই জন শিক্ষক।’

তিনি আরও বলেন, দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনো বেশ কয়েকটি শিশু দুমড়ানো-মোচড়ানো বাসের মধ্যে আটকা পড়ে রয়েছে।

জানা গেছে, বাসটি ভাজির রাম সিং স্কুলের ছাত্রদের বহন করছিল। একজন প্রত্যক্ষদর্শী জানান, রাস্তার একটি তীক্ষ্ণ বাঁকের কাছে এসে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা তৎপর রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.