Sylhet Today 24 PRINT

ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত তাজমহলের মিনার ও গম্বুজ

সিলেটটুডে ইন্টারন্যশনাল ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৮

ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের অন্যতম স্থাপনা ও বিশ্বের পর্যটকদের আকর্ষণ কেন্দ্র তাজমহল।

বুধবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর উত্তর প্রদেশের আগ্রায় যমুনার তীর ঘেঁষে কারুকার্যখচিত শ্বেত পাথরের স্থাপনাটি এ ঝড়ের কবলে পড়ে।

ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে আঘাত হানা ঝড়ে ভেঙে গেছে এ ‘ভালোবাসার স্মৃতিসৌধ’র রাজকীয় ও দক্ষিণ ফটকের মিনার ও গম্বুজ।

তবে এ বিষয়ে তাজমহলের কর্তৃপক্ষ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই’র কোনো কর্মকর্তা মন্তব্য করেননি।

সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহান সন্তান জন্মদানকালে স্ত্রী আরজুমান্দ বানু বেগম ওরফে মমতাজ মহলের মৃত্যুতে তার স্মৃতির প্রতি ভালোবাসায় এই সৌধ বানিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.