Sylhet Today 24 PRINT

বাবা-মায়ের মৃত্যুর চারবছর পর জন্ম হলো শিশুটির

সিলেটটুডে ইন্টারন্যশনাল ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৮

বাবা-মায়ের মৃত্যুর চারবছর পরে এক শিশুর জন্ম হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চীনে। শিশুটির বাবা-মা একটি গাড়ি দুর্ঘটনায় চারবছর আগে নিহত হন। একজন সারোগেট মায়ের গর্ভেই ওই শিশুটির জন্ম হয়েছে বলে এক খবরে জানিয়েছে বিবিসি।

ওই দম্পতি ২০১৩ সালে গাড়ি দুর্ঘটনায় মারা যান। তারা একটি হাসপাতালে বেশ কিছু ভ্রূণ জমা করে রেখেছিলেন। আইভিএফ-এর মাধ্যমে সন্তান জন্মদানের জন্যই ভ্রূণগুলো রেখেছিলেন তারা।

নিহত ওই দম্পতির পরিবারের সদস্যরা তাদের রেখে যাওয়া ভ্রূণ থেকে জন্মদান প্রক্রিয়ার অনুমতি পাওয়ার জন্য  চীনে এ সংক্রান্ত কোনো আইন না থাকার কারণে বেশ কিছু মামলায় লড়তে হয়েছে। চীনে গর্ভ ভাড়া করা আইনত দণ্ডনীয়। সে কারণেই নিহত ওই দম্পতির পরিবারের লোকজন লাওস থেকে এক নারীর গর্ভ ভাড়া নেন।

গত ডিসেম্বরে ওই সারোগেট মায়ের গর্ভেই শিশুটির জন্ম হয়। চলতি সপ্তাহে এই খবর প্রথম প্রকাশ করে বেইজিং নিউজ। নিহত দম্পতির রেখে যাওয়া ভ্রূণগুলো নানজিং হাসপাতালে মাইনাস ১৯৬ ডিগ্রি তাপমাত্রায় একটি তরল নাইট্রোজেন ট্যাংকের মধ্যে রাখা হয়েছিল।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.