Sylhet Today 24 PRINT

বারবারা বুশ মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৮

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার ৯২ বছর বয়সে তিনি মারা যান।

পরিবারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বারবারা বুশ যুক্তরাষ্ট্রের একমাত্র নারী, যিনি তার স্বামী ও সন্তানকে দেশটির প্রেসিডেন্ট হতে দেখেছেন।

বারবারা বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের স্ত্রী। এ ছাড়া তিনি দেশটির ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মা।

গত রোববার বুশ পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বারবারা বুশের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি আর চিকিৎসা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। শেষ সময়টুকু তিনি পরিবারের সান্নিধ্যে স্বস্তিদায়ক সেবার মধ্যে থাকতে চান।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বারবারা বুশ ফুসফুস ও হৃদ্‌রোগে ভুগছিলেন।

স্বামী জর্জ এইচ ডব্লিউ বুশের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বারবারা বুশকে পারিবারিক সাক্ষরতার এক অবিশ্রান্ত সমর্থক হিসেবে বর্ণনা করা হয়েছে।

ছেলে জর্জ ডব্লিউ বুশ এক বিবৃতিতে বলেছেন, তার মা বারবারা বুশ একজন চমৎকার ফার্স্ট লেডি ছিলেন। তিনি অনন্য ছিলেন। তিনি লাখো মানুষকে চাপল্য, ভালোবাসা ও সাক্ষরতা দিয়ে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.